কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২, আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692412_199.jpg)
ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পুরো এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল, তা দিতে রাজি হয়নি তারা।
শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বকেয়া জমায় গত ৩১ অক্টোবর আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। এর ফলে ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি সমান আকারের ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। পরে শীতকালীন বিদ্যুৎ চাহিদা কম থাকায় এবং বকেয়া সংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ কেবল অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়ার অনুরোধ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদার কথা চিন্তা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। পূর্ব ভারতের এই বিদ্যুৎকেন্দ্রটি কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে।
আদানি পাওয়ারের কথা উল্লেখ করে অপর সূত্রটি বলেন, ‘তারা কোনো কিছুতেই হাল ছাড়তে চায় না। এমনকি ১ মিলিয়ন ডলারও। আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তারা বিদ্যুৎ কেনার চুক্তিটি সামনে নিয়ে এসেছে।’
বিপিডিবির চেয়ারপারসন মো: রেজাউল করিম আদানির সাথে এ মতপার্থক্য নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, ‘এখন আদানির সাথে কোনো বড় সমস্যা নেই।’
তিনি আরো জানিয়েছিলেন, পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু হতে চলেছে এবং তিনি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করেছিলেন।
ডিসেম্বরে আদানির একটি সূত্র জানায় যে বিপিডিবি কোম্পানির কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার ঋণী। তবে রেজাউল করিম সে সময় বলেছিলেন, ঋণের পরিমাণ মাত্র ৬৫০ মিলিয়ন ডলার।
এর আগে, বিপিডিবি আদানি পাওয়ারকে একটি চিঠি দিয়েছিল। চিঠিতে তারা কর সুবিধা এবং মে মাস পর্যন্ত বিদ্যুতের দামের ছাড় চেয়ে শর্ত দিয়েছিল।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা