আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691837_145.jpg)
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ব্যাংকের বাইরে শরীরে বিস্ফোরক বেঁধে রাখা এক ব্যক্তি এ বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। এতে ব্যাংকের নিরাপত্তারক্ষী, বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান শাসক গোষ্ঠীর সদস্যসহ চারজন নিহত হন।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর বলেন, হামলায় সাতজন আহত হন। তবে এ হামলার পিছনে কারা আছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।
এছাড়া এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ইসলামিক স্টেটের আফগান শাখা তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে।
সূত্র : আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা