১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

ভারতে বন্দুকযুদ্ধে ২ জওয়ানসহ ৩১ মাওবাদী নিহত

ভারতে বন্দুকযুদ্ধে ২ জওয়ানসহ ৩১ মাওবাদী নিহত - ছবি - সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকার অধীনস্থ জঙ্গলে এক সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী এবং ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জওয়ান।

রোববার ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এর আগে, জানুয়ারির শুরুতে বিজাপুর জেলাতে আইইডি বোমা বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক গাড়িচালক নিহত হন। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে নকশাল বিরোধী অভিযানে আরো আটজন মাওবাদী নিহত হন।

একজন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন যে বিরতিহীন গুলিবর্ষণের সময় অস্ত্র ও বিস্ফোরকসহ ৩১ জন মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিপুল সংখ্যক সিনিয়র ক্যাডারের উপস্থিতির খবরে জেলা রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং বস্তার ফাইটারদের যৌথ নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে নকশাল বিরোধী অভিযান শুরু করে।

রোববার ভোরে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়। দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হন। এ সময় নিরাপত্তা বাহিনী রাইফেল, লঞ্চার এবং বিস্ফোরকসহ অস্ত্র উদ্ধার করে।

সংঘর্ষস্থলে আরো বাহিনী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement