০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতীয় রুপির রেকর্ড দরপতন - ছবি : দ্য ওয়াল

সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক ধস নেমেছে ভারতীয় টাকার মূল্যে। সোমবার বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দর ৬৭ পয়সা কমে ৮৭.২৯-এ নেমে রেকর্ড পতনে পৌঁছেছে।

গত শুক্রবার রুপির দর তুলনামূলক স্থিতিশীল ছিল- ৮৬.৬২-তে বাজার বন্ধ হয়েছিল। সোমবার দিনের শুরুতে বৈদেশিক মুদ্রাবাজারে টাকা ৮৭.০০ দরে লেনদেন শুরু করলেও তা আরো নেমে যায়।

কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ এবং চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী এক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

ফরেক্স বিশেষজ্ঞদের মতে, বিদেশী পুঁজির ধারাবাহিক লেনদেন ও আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই ভারতীয় মুদ্রার উপর ক্রমাগত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেল আমদানিকারকদের যে বিপুল চাহিদা ডলারের, সেটিও টাকার দর পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের বড় কারণ ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়া। কারণ, বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়ায় তা ১০৯.৫০ স্তরে পৌঁছে গেছে।

এদিকে, ডলারের শক্তি পরিমাপকারী সূচক ডলার ইনডেক্স ১.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৯.৭৭-এ পৌঁছেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড ও ইয়েনের মতো গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোরও দরপতন ঘটেছে ইউরো ১.০২২৪, পাউন্ড ১.২২৬১ এবং ইয়েন ১৫৫.৫৪-তে নেমে এসেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। ব্রেন্ট ক্রুডের দর ০.৭১ শতাংশ বেড়ে ৭৬.২১ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে।

ফরেক্স বিশেষজ্ঞ অনিল কুমার ভানসালির মতে, সোমবার টাকার মূল্যের ওঠানামার পরিধি ৮৬.৬৫ থেকে ৮৭.০০-র মধ্যে থাকতে পারে এবং বাজারের স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেও টাকার দর কতটা স্থিতিশীল থাকে, তা নির্ভর করবে আগামী দিনে বিনিয়োগকারীদের মনোভাব, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির ওপর।

সূত্র : দ্য ওয়াল


আরো সংবাদ



premium cement
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা আ’লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার : প্রেস সচিব ভালুকায় তোফাজ্জল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৮ চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক মৌলভীবাজারে যুবলীগ নেতা আটক যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন জনগণই তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

সকল