০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ২২ জান্তা সেনা নিহত

মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ২২ জান্তা সেনা নিহত - ছবি - সংগৃহীত

মিয়ানমারের মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপে বৃহস্পতিবার প্রতিরোধ গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) অতর্কিত হামলায় কমপক্ষে ২২ জন জান্তা সেনা নিহত হয়েছেন।

এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দসহ আট জান্তা সেনাকে আটক করেছে পিডিএফ।

পিডিএফের ১ নম্বর সামরিক অঞ্চল এক বিবৃতিতে জানায়, তারা শহরের মায়া তাউং ও সেইন পান কান গ্রামের মধ্যে লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন-৯৯-এর প্রায় ৫০ জন সৈন্যের একটি জান্তাবাহিনীর ওপর আক্রমণ চালায়।

পিডিএফ বলেছে, ‘সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অং জাও মিনসহ জান্তা সেনাদের ২১টি লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পেয়েছি যে আহত মেজর ইয়ান লিন অং পিছু হটার সময় মারা গেছেন। আমরা আটজন জান্তা সেনাকে আটক করেছি।’

পিডিএফ বাহিনী ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গত বছরের শেষের দিকে মায়িংইয়ান জেলায় বিশেষ অভিযান শুরু হয়। এর লক্ষ্য হল জেলার চারটি শহর- মায়িংইয়ান, তাউং থা, নাটোগি ও নাগানজুনকে জান্তা সেনা ও তাদের মিত্র মিলিশিয়াদের হাত থেকে মুক্ত করা।

সূত্র : দ্য ইরাবতি


আরো সংবাদ



premium cement