০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা : সুবিধা পাবে মধ্যবিত্ত

ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা : সুবিধা পাবে মধ্যবিত্ত - ছবি : সংগৃহীত

ভারতে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ১২ লাখ টাকার নিচে আয় হলে একটি টাকাও কর দিতে হবে না। এছাড়া কৃষি ক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘মূলধন ব্যয়ে সরকারি ব্যয় কমানো হয়নি। যে সরকারি মূলধনী ব্যয় আমাদেরকে টিকিয়ে রেখেছে, তার গুণক প্রভাবের উপর আমরা জোর দিয়ে যাচ্ছি। আমরা এটি চালিয়ে যাচ্ছি এবং এই সবের সাথে আমাদের আর্থিক বিচক্ষণতা বজায় রাখা হয়েছে।’

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতিই বাজেটে প্রতিফলিত হয়েছে।’ তিনি আরো দাবি করেন, এবারের কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি করে সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণি। তাদের সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ বাড়বে।

নরেন্দ্র মোদি
মোদি বলেন, ‘এই বাজেট প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণের বাজেট। বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা হয়েছে। দেশের অগ্রগতির সহায়তা করবে এই বাজেট।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ঘোষিত বাজেটে গ্রামীণ এলাকার বিকাশে যেমন গুরুত্ব দেয়া হয়েছে, তেমনই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথাও উঠে এসেছে।

কর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বছরে ১২ লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর না লাগে। সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেতনভোগীদের ক্ষেত্রে এই সীমা ১২ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের জন্য ট্যাক্স ডিডাকশন সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা ১ লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন।

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষিঋণের পরিমাণ বাড়ানো হয়েছে এ বছরের বাজেটে। কেসিসি-র মাধ্যমে ঋণের পরিমাণ ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

ফ্রিল্যান্সার বা গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাদের পরিচয়পত্র দেবে সরকার।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে। এই ঘোষণায় উপকৃত হবেন দেশের ১ কোটি গিগ ওয়ার্কার।

ভারতের ৫০ পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। আগামী পাঁচ বছরের দেশের বিভিন্ন সরকারি স্কুলে অটল টিঙ্কেরিং ল্যাব গড়ে তোলার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা।

আগামী সপ্তাহে সংসদে আনা হবে নতুন আয়কর বিল। কর ব্যবস্থাকে আরো সহজ করতেই নতুন বিল আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা।
সূত্র : আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল