২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

শ্রীলঙ্কার বিদ্যুৎ চুক্তি বাতিল, অস্বীকার আদানির

- ছবি : রয়টার্স

আদানি গ্রুপের সাথে শ্রীলঙ্কা বিদ্যুৎ চুক্তি বাতিল করেছে মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি। তারা এক সরকারি কর্মকর্তা ও একটি নথির ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করেছিল।

তবে আজ শুক্রবার তাদের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে কোম্পানিটি। তারা জানিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সাথে এখনো তাদের বিদ্যুৎ ক্রয় চুক্তি অক্ষত রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের মে মাসে স্বাক্ষরিত তাদের ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বাতিল করা হয়েছে বলে এএফপির প্রতিবেদন অস্বীকার করেছে আদানি গ্রুপ।

আদানির এক মুখপাত্র বলেছেন, মান্নার এবং পুনেরিনে আদানির ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে মর্মে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর। আমরা স্পষ্টভাবে বলছি যে পিপিএ বাতিল করা হয়নি।

আদানি বলেন, মে মাসে অনুমোদিত শুল্ক পুনর্মূল্যায়ন করার জন্য শ্রীলঙ্কার মন্ত্রিসভার চলতি মাসের শুরুতে নেয়া সিদ্ধান্তটি একটি নতুন সরকারের সাথে ‘মানবিক পর্যালোচনা প্রক্রিয়া’ ছিল। আমরা শ্রীলঙ্কার পরিবেশবান্ধব জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা এখনো প্রকল্পটি পর্যালোচনা করছে। এখন পর্যন্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করা হয়নি।

শ্রীলঙ্কার সাথে চুক্তির আওতায় আদানি গ্রিন এনার্জি দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির উত্তরাঞ্চলীয় প্রদেশে দু’টি বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। যার মোট বিনিয়োগ ৪৪২ মিলিয়ন ডলার। কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৮.২৬ সেন্ট প্রদান করা হবে।

নগদ অর্থের সঙ্কটে থাকা শ্রীলঙ্কা আমদানিকৃত জ্বালানি খরচ বৃদ্ধি থেকে বাঁচার জন্য পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন দ্রুত করার চেষ্টা করছে।

নভেম্বরে মার্কিন কর্তৃপক্ষ বিলিয়নার গৌতম আদানি ও অন্যান্য নির্বাহীদের ভারতীয় বিদ্যুৎ সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে। এর পরপরই শ্রীলঙ্কা আদানির স্থানীয় প্রকল্পগুলো পর্যালোচনা করছে।

মার্কিন অভিযোগের পর কেনিয়া আদানি গ্রুপের সাথে ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি চুক্তি বাতিল করেছে, যার মধ্যে একটি বিমানবন্দর উন্নয়ন এবং বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন নির্মাণের চুক্তিও রয়েছে।

শ্রীলঙ্কার বৃহত্তম বন্দর কলম্বোতে ৭০০ মিলিয়ন ডলারের টার্মিনাল প্রকল্প নির্মাণেও আদানি গ্রুপ জড়িত।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল