১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ : মামলার রায় আজ

- ছবি : সংগৃহীত

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পাঁচ মাস নয় দিন পর আজ শনিবার রায় দেবে শিয়ালদহ আদালত।

বিচারক অনির্বান দাস ওই মামলার রায় দেবেন। এই মামলায় সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তার কী শাস্তি হয়, সেটা জানা যাবে শনিবার দুপুরে।

তবে শুক্রবার ওই নারী চিকিৎসকের বাবা বলেছেন, ‘অনেক প্রশ্নেরই তো উত্তর পেলাম না। বহু সত্য সামনে আসেনি। আমরা তাই খুশি নই। এরপর যদি কেউ বলেন, বিচার পাইয়ে দেয়া হয়েছে, আমরা তার মুখোমুখি দাঁড়াব।’

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমানির রুম থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তারপর কলকাতা পুলিশ সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পুলিশের দাবি ছিল, সঞ্জয়ই হত্যাকারী।

কিন্তু পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ ওঠে। দাবি করা হয়, পুলিশ পরিবারকে প্রথমে জানিয়েছিল, নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার হয়। কিন্তু পুলিশ মামলা করে রাত পৌনে ১২টার দিকে।

এরপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট নিজে থেকে একটি মামলা শুরু করে।

শুরু হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সাধারণ মানুষ তাতে সামিল হন। আরজি করের অধ্যক্ষ ও সুপারকে সরানো হয়। আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। তিনি এখন জামিনে মুক্ত।

এরপর কলকাতায় রাতদখলের আন্দোলন হয়, আরজি করের ঘটনায় ন্যায় চেয়ে সাধারণ মানুষ পথে নামেন। দিনের পর দিন আন্দোলন হয়।

সিবিআই চার্জশিট পেশ করার পর বিচার শুরু হয়। সেই বিচার শুরুর ৬৮ দিন পর তার রায় দেয়া হচ্ছে। ইতোমধ্যে রুদ্ধদ্বার আদালতে ৫০ জন সাক্ষীর বয়ান নেয়া হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement