১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ভারতের স্বাধীনতা দিবস পরিবর্তনের দাবি ভগবতের, দেশবিরোধী বললেন মমতা

- ছবি : সংবাদ প্রতিদিন

স্বাধীনতা দিবস পরিবর্তনের দাবি তোলায় আরএসএস মোহন ভগবতের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তাকে সংবিধান পাঠের পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র নিন্দার সুরে বলেন, ‘বাবাসাহেব আম্বেদকর সংবিধান প্রণয়ন করেছেন। তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আর তাকে এমন অপমান! আমি একথা শুনে অবাক ও হতাশ। এটা দেশবিরোধী মন্তব্য। স্বাধীনতায় বিশ্বাসী আমরা। সার্বভৌমত্ব, একতায় বিশ্বাসী।’

বিতর্কের সূত্রপাত গত সোমবার। ইন্দোরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে ‘প্রকৃত স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, ‘আগে এই দিনটিকে বলা হতো বৈকুণ্ঠ দ্বাদশী। তবে এখন থেকে বিশেষ এই দিনকে আমাদের প্রতিষ্ঠা দ্বাদশী বলা উচিত। কারণ কয়েক শ’ বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা সেদিন পেয়েছে। এতদিন স্বাধীনতা ছিল। কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না।’

এই মন্তব্যের বিরোধিতায় সরব কংগ্রেস থেকে বিভিন্ন বিরোধী দলগুলো। এ নিয়ে বৃহস্পতিবার নবান্ন থেকে সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা করে ভাগবতকে সংবিধানের পাঠের পরামর্শ দিলেন মমতা ব্যানার্জি। বললেন, ‘আমি মনে করি যে আমাদের দেশ ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়। এই যে মন্তব্য করেছেন উনি, হয় জেনে করেছেন অথবা না জেনে। আমি সেটা জানি না। কিন্তু আমি মনে করি, এটা দেশবিরোধী মন্তব্য। আপনারা কী মনে করেন? যেকোনো দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস, যখন ইচ্ছে পাল্টে দিতে পারে? এটা হয় না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব। আমাদের সাধারণতন্ত্র আমাদের গর্ব, গণতন্ত্র গর্ব আমাদের।’

এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবাসাহেব আম্বেদকর, ভগৎ সিং থেকে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রামমোহন রায়, চিত্তরঞ্জন দাশ, মাতঙ্গিনী হাজরা, বিনয়-বাদল-দীনেশ, বাঘাযতীন, বাসন্তীদেবী-সকলের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষও আন্দোলনে ছিলেন, কত শত মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা ভুলিনি।’

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement