১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত

সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত - ছবি : টাইমস অফ ইন্ডিয়া

বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারত। সীমান্ত উত্তেজনা কমাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার বিএসএফ এই কথা জানিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে বেড়া নির্মাণের চেষ্টা করা হলে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাতে বাধা দেয়। এরপর মঙ্গলবার আবারো চেষ্টা করা হলে বিজিবি পুনরায় বাধা দেয়। অতপর পতাকা বৈঠকের মাধ্যমে সমঝোতা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়। এরপর আর এই কাজ শুরু করা হয়নি।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ঢারের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে একাজ বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুতই আবার শুরু হবে।’ এ সময় তিনি নতুনভাবে বেড়া নির্মাণ কবে নাগাদ হতে পারে, তা উল্লেখ করেননি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement