১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই - ছবি : সংগৃহীত

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই তার জন্মভূমি পাকিস্তানে আয়োজিত নারী শিক্ষা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

স্কুল ছাত্রী থাকাকালীন উগ্রবাদীরা তার ওপর হামলা চালালে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, নিষিদ্ধ তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সদস্যরা ২০১২ সালের ৯ অক্টোবর মালালা’র ওপর গুলি চালানোর পর গুরুতর আহত অবস্থায় তাকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ২০১৪ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আহত হয়ে দেশ ছাড়ার পর মালালা ২০১৮ সালে একবার দেশে এসেছিলেন।

মেয়েদের শিক্ষার ওপর আলোকপাত করে শনিবার ও রোববার রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় দুই দিনের এই শীর্ষ সম্মেলনে যোগদান প্রসঙ্গে শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘মেয়েদের শিক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বজুড়ে মুসলিম নেতাদের সাথে যোগ দিতে পারব বলে আমি উৎসাহিত।’

তিনি বলেন, ‘সকল মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষা এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালেবানদের জবাবদিহি করার বিষয়ে আমি রোববার সম্মেলনে কথা বলব।’

মালালা তহবিল দাতব্য সংস্থার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement