১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইমরান খানের সাথে যোগাযোগ করতে পারছে না পিটিআই

ইমরান খানের সাথে যোগাযোগ করতে পারছে না পিটিআই - ছবি : সংগৃহীত

ইমরান খানের সাথে বৃহস্পতিবার দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে দলটি তৃতীয় দফা আলোচনায় তাদের লিখিত দাবি জমা দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর জন্য সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলা সত্ত্বেও বিচার বিভাগীয় কমিশন গঠন এবং পিটিআই বন্দীদের মুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা খুব একটা এগোয়নি।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বৃহস্পতিবার ডনকে জানান, তাকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের আলোচনাকারী দলের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য আদিয়ালা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু দিনভর চেষ্টার পরও জেল কর্তৃপক্ষ তাদের ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়নি।

পেশোয়ারের খাইবার পাখতুনখোয়া তথ্য বিভাগে দেয়া এক পৃথক সংবাদ সম্মেলনে পিটিআই মুখপাত্র শেখ ওয়াক্কাস আকরাম ৯ মে ও ২৬ নভেম্বরের দমন-পীড়নের তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করে সরকারকে সংলাপের বিষয়ে গুরুত্ব প্রদর্শনের আহ্বান জানান।

পিটিআই নেতা আকরাম বলেন, ইমরান খানের সাথে যোগাযোগের সুযোগ তাদের প্রধান দাবি ছিল। কারণ সংলাপের বিষয়ে তার সাথে তাদের পরামর্শ করার প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘আমরা সাড়ে তিন মাস ধরে ইমরানের সাথে যোগাযোগ করতে পারছি না।’

শেখ ওয়াক্কাস আকরাম বলেন, ইমরান খান সরকারের সাথে তৃতীয় পর্যায়ের আলোচনায় তার দলের মধ্যস্থতাকারীদের লিখিতভাবে দাবি উপস্থাপনের অনুমতি দিয়েছেন। তিনি দাবি করেন, ‘ইমরান খানের সাথে সাক্ষাৎ আমাদের মৌলিক অধিকার, যা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে।’

একদিন আগে পিটিআই নেতা ওমর আইয়ুব সাবেক প্রধানমন্ত্রীর সাথে নজরদারি ছাড়া সাক্ষাতের দাবি করেছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন যে তাদের সাক্ষাৎ নজরদারির মধ্যে হয়েছিল। তবে সরকার থেকে বলা হয় যে জেলের নিয়ম অনুসারে এই ধরনের সাক্ষাৎ সম্ভব নয়।

শেখ ওয়াক্কাস আকরামের এ বিষয়ে জানান, সরকার সাংজানি বিক্ষোভ থামাতে সকাল ৭টায় কারাগারের দরজা খুলে দেয়। তিনি ওই সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, ‘জেল কর্তৃপক্ষ এটি কিভাবে অনুমোদন করে।’

তিনি পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের সমালোচনা করে বলেন, যদি তারা এমন একটি বৈঠকের আয়োজন করতে না পারে, তাহলে তার দলের অন্যান্য দাবিগুলো কিভাবে পূরণ করবে।

তিনি আরো বলেন, আলোচনা প্রক্রিয়াকে সহায়তা করার জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন একটি গুরুত্বপূর্ণ দাবি।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement
২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী

সকল