১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ভারত ও তালেবান সরকারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

ভারত ও তালেবান সরকারের বৈঠক - ছবি : রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তালেবান সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ভারতের প্রতিনিধি দল। সেখানে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের দুই কর্মকর্তার মাঝে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লির সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর তারা ভারতকে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ হিসেবে দেখছে।

বুধবার দুবাইতে তালিবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি এবং গোয়াদর বন্দরকে পাস কাটিয়ে পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে।

মন্ত্রণালয় আরো বলেছে, ‘আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ইমারাতের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।

দুবাইয়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে জড়িত হওয়ার কথা বিবেচনা করছে এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে।

ভারতসহ কোনো বিদেশী সরকার আনুষ্ঠানিকভাবে তালিবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তবে বাণিজ্য, সহায়তা এবং চিকিৎসা সহায়তার সুবিধার্থে কাবুলে একটি ছোট মিশন রয়েছে। চীন ও রাশিয়াসহ আঞ্চলিক নেতারা ইঙ্গিত দিয়েছেন যে তারা আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক।

সূত্র : রয়টার্স 


আরো সংবাদ



premium cement