১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই : পশ্চিমবঙ্গের মন্ত্রী

পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। - ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে ‘উসকানিমূলক স্লোগান’ দেয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ (বৃহস্পতিবার) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মালদায় সীমান্তে বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। তখন বিএসএফের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। তখন ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শোনা যায় গ্রামবাসীদের। সেই ভিডিয়োর কথা উল্লেখ করে এ কথা বলেন ফিরহাদ।

এদিন এক সাংবাদিক ফিরহাদকে প্রশ্ন করেন, মালদায় বিএসএফ বেড়া দিতে গেলে বাংলাদেশী লোকজন তাড়া করছে। সীমান্তে গণ্ডগোল এর আগে দেখা যায়নি। এই নিয়ে কী বলবেন?

জবাবে ফিরহাদে বলেন, ‘হওয়া উচিতও নয়। এখান থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব। ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ, আমি বুঝতে পারি না।’

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement