আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
ভারতের আসাম রাজ্যে পানিতে প্লাবিত হওয়া কয়লা খনিতে আটকে পড়া নয়জন শ্রমিককে উদ্ধারে সামরিক ডুবুরিসহ অনুসন্ধান দলগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তিনজনের লাশের সন্ধান মিলেছে, তবে বাকিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, খনিটিতে নয়জন লোক আটকা পড়েছে। অনুসন্ধান দলের সদস্যরা তিনজনের লাশের সন্ধান পেয়েছে।
স্থানীয়রা জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিমা হাসাও অঞ্চলে সোমবার সকালে কমপক্ষে ২৭ জন শ্রমিক খনিতে প্রবেশ করে।
রাজ্য সরকারের মন্ত্রী কৌশিক রাই বলেন, আটকে পড়া লোকদের কাছে পৌঁছানোর জন্য সেনাবাহিনীসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা