ছত্তিশগড়ে সাংবাদিককে খুনের ঘটনায় আটক মূল অভিযুক্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
ছত্তিশগড়ে মাওবাদী প্রভাবিত এলাকা বিজাপুর থেকে তিন দিন আগে সাংবাদিক মুকেশ চন্দ্রাকরের (৩৩) লাশ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় ঠিকাদারের আওতায় কর্মরত মজদুরদের বস্তির একটি সেপটিক ট্যাংক থেকে তেসরা জানুয়ারি ওই সাংবাদিকের দেহ উদ্ধার হয়। পহেলা জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এনডিটিভি-র হয়ে কাজ করার পাশাপাশি তার ইউটিউবেও চ্যানেল ছিল। সম্প্রতি ওই অঞ্চলের নির্মীয়মান সড়ক নির্মাণের গুণগত মান এবং আনুষঙ্গিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
কয়েক শ’ কোটি টাকার ওই দুর্নীতিতে নাম জড়িয়েছিল সুরেশ চন্দ্রাকর নামে স্থানীয় ঠিকাদারের। পুলিশের অনুমান দুর্নীতির কথা প্রকাশ্যে আনার কারণেই এই হত্যা।
এই ঘটনায় মুল অভিযুক্ত সুরেশ চন্দ্রাকরকে সোমবার গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি কংগ্রেসের স্থানীয় নেতা।
এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশে বিশেষ তদন্তকারী দল।
সাংবাদিক নিখোঁজ হয়ে যাওয়ার পর তার ভাই পুলিশে অভিযোগ করেন।
বস্তারের আইজি পুলিশ সুন্দরাজ সাংবাদিকদের বলেছেন, ‘সাংবাদিক মুকেশ চন্দ্রাকরের ভাইয়ের অভিযোগের পর, পুলিশের একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। শুক্রবার সন্ধ্যায়, মোবাইল টাওয়ারের শেষ লোকেশনের সূত্র ধরে আমরা চট্টান পাড়া বস্তির ঠিকাদার সুরেশ চন্দ্রাকরের জন্য কর্মরত শ্রমিকদের আবাসের প্রাঙ্গনে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশ চন্দ্রকারের লাশ উদ্ধার করি।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা