০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ভারতে ৮ মাসের শিশুর শরীরে এইচএমপি ভাইরাস

ভারতে ৮ মাসের শিশুর শরীরে এইচএমপি ভাইরাস - সংগৃহীত

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত ভারতের বেঙ্গালুরুর এক শিশু। আট মাস বয়সী ওই শিশু শরীরে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় এইচএমপিভি শনাক্ত হয়।

কর্নাটক রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি কোরো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্র সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ‘একটি বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনো কারণ আমাদের কাছে নেই।’

সংবাদমাধ্যম ‘নিউজ.১৮’ জানিয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়েও জানিয়েছে।

তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনো স্পষ্ট না।

স্বাস্থ্য দফতরের একটি সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ‘চীনে এই ভাইরাসের কোনো প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে বিশ্বে। যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমী সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন।

তবে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) অনুরোধ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এইচএমপিভির মতো ভাইরাসের অস্তিত্ব ইতোমধ্যেই রয়েছে। এখন স্বাস্থ্য পরিষেবার যা পরিকাঠামো, তাতে এই রোগের মোকাবিলা করায় কোনো সমস্যা নেই। তাই দেশবাসীকে শান্ত এবং সতর্ক থাকতে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখার কথাও বলেছে তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল