০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি

ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি - ছবি : সংবাদ প্রতিদিন

অপ্রাপ্তবয়স্কদের এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা-মা অথবা অভিভাবকের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া ছোটরা সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবে না।

শুক্রবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে। তাতেই এই কথা বলা হয়েছে।

২০২৩ সালে সংসদে পাশ হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন। ১৪ মাস পর ওই আইনের বিধির খসড়া প্রকাশ করা হলো। বহু অপ্রাপ্তবয়স্ককেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায়। এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজমাধ্যম সংস্থাগুলো করতে পারবে না। অ্যাকাউন্ট খোলার সময় অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করতে গেলে সমাজমাধ্যম সংস্থাগুলোকে অভিভাবকের অনুমতি নিতে হবে। অভিভাবকের পরিচয়ও যাচাই করতে হবে। দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকের পরিচয় যাচাই করার বিষয়টি সংস্থাগুলোকে নির্ধারণ করতে হবে। অভিভাবকেরও বয়স যাচাই করতে হবে।

ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য ফাঁস করার জন্য ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা রয়েছে। এ ব্যাপারে বিধিতে কিছু বলা হয়নি। কেন্দ্রীয় সরকার এদিন যেটি প্রকাশ করেছে সেটি খসড়া। এই খসড়া বিধির ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। mygov.in-এ গিয়ে এ ব্যাপারে যে কেউ পরামর্শ দিতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধির ওপর পরামর্শ গ্রহণ করা হবে। জনগণের পরামর্শগুলো যাচাই করে চূড়ান্ত বিধি তৈরি হবে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement

সকল