আফগানিস্তানে রকেট হামলা পাকিস্তানের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:১৩
আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের জেলায় রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। হামলাটি বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়ে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকে।
এই হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা চালিয়েছে তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকার। এ ঘটনায় নিন্দা জানিয়ে ইমারাত সরকার জানিয়েছে, এই সংঘর্ষে কোনো হতাহত ঘটেনি।
আলী শের জেলার স্থানীয়রা পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, এ ঘটনায় তাদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নতা ঘটেছে। তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি।
আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে পাকিস্তান। তবে তালেবানের দাবি, সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান।
সূত্র : তোলো নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা