সীমান্তের ওপার থেকে যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেয়া হবে : পাকিস্তানের প্রধানমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ২১:০৭
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তের ওপার থেকে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে।
ইরনা'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার ইসলামাবাদে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কমিটি’ নামে পরিচিত উচ্চ-পর্যায়ের সামরিক-নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের ওপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে যেকোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠাসহ নিরাপত্তা বিরোধী বাহিনীকে শাস্তি না দিলে পাকিস্তানের উন্নয়ন এবং দেশের জীবিকা উন্নত করা কঠিন হবে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সম্প্রতি বলেছেন, কাবুল পাকিস্তানের তেহরিক-ই-তালেবান সদস্যদেরকে দেশের সীমান্ত থেকে সরানোর জন্য ইসলামাবাদের অনুরোধের বিনিময়ে ১ হাজার কোটি রুপি দাবি করেছে।
স্থানীয় সূত্রগুলো আজ (শুক্রবার) জানিয়েছে, পাকিস্তানি বাহিনী এবং আফগান তালেবানদের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা