ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ২০২৪ সালে কতটা কার্যকরী ছিল
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
সদ্য যে বছরটি শেষ হলো, সেই ২০২৪ সালে ভারতের বেশিভাগ প্রতিবেশী দেশেই রাজনৈতিক উথাল-পাথাল ঘটেছে। এমন কিছু ঘটনাও হয়েছে কয়েকটি দেশে, যার ফলে ভারতের সাথে সেই দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কে এসেছে টানাপোড়েন।
বাংলাদেশ থেকে মালদ্বীপ- ভারতকে সমস্যায় পড়তে হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্য দিকে অবশ্য চীনের সাথে সীমান্ত বিবাদ নিয়ে অগ্রগতিও দেখা গেছে।
নরেন্দ্র মোদি যখন ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ নেন, তখন প্রায় সব প্রতিবেশী দেশের সরকারপ্রধানরাই ভারতে গিয়েছিলেন।
শপথ গ্রহণের পর থেকে গোড়ার দিকে কয়েক বছর মোদি শুধুই প্রতিবেশী দেশগুলোতেই সফর করেছিলেন। তা থেকেই স্পষ্ট হয়ে যায়, ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশী দেশগুলোকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়া হবে।
আনুষ্ঠানিকভাবে ওই নীতিকে ‘নেইবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশীই প্রথম’ নাম দেয়া হয়। তবে এই নীতির প্রথম ধারণাটা এসেছিল ২০০৮ সালেই।
আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এই নীতি তৈরি করা হয়েছিল।
বাংলাদেশের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা
প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি দু’বার বাংলাদেশ সফরে এসেছিলেন। একবার ২০১৫ সালের ৬ জুলাই, দ্বিতীয়বার ২০২১ সালের ২৬ মার্চ।
তবে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দু’দেশের সম্পর্ক আমূল বদলে গেছে। শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।
তখন থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভারত লাগাতার অভিযোগ করে আসছে যে তারা হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
দু’দেশের ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বাণিজ্যের ক্ষেত্রে। ভারতীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের আগস্টের তুলনায় ২০২৪-এর আগস্টে ভারতের রফতানি ২৮ শতাংশ কমে গেছে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক উথাল-পাথাল অভ্যন্তরীণ বিষয়। তবে সে কারণে ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতিতে কোনো বদল ঘটেনি।
তার কথায়, ‘সবসময়েই ভারতের নীতি এটাই থেকেছে যে দেশের উন্নয়নের সাথে সাথেই প্রতিবেশী দেশগুলোও যাতে অর্থনৈতিকভাবে মজবুত হয় আর সেখানে রাজনৈতিক সুস্থিরতা বজায় থাকে।’
তিনি মনে করেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ-বিরোধী শক্তিগুলো মজবুত হয়েছে।
পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ এবং ‘দ্য ইমেজ ইনস্টিটিউট’-এর অধ্যক্ষ রবীন্দ্র সচদেভ মনে করেন, ২০২৪ সালে ভারতের সব থেকে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের ঘটনায়। এটা ‘নেইবারহুড ফার্স্ট’ নীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।
পাকিস্তানের সাথে সম্পর্ক কোন পথে?
বিশ্বের এমন কয়েকটি দেশ আছে, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি মাত্র একবারই সফর করেছেন। এরই মধ্যে অন্যতম হলো পাকিস্তান।
নিজের প্রথম শপথ-গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
আবার নওয়াজ শরিফের জন্মদিনে হঠাৎই লাহোর পৌঁছিয়ে গিয়েছিলেন মোদি। কিন্তু পাঠানকোট, উরি, পুলওয়ামা ও বালাকোটের ঘটনার ফলে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এখনো চলছে।
তবে ২০২৪ সালে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান।
এরকমই একটা পরিস্থিতিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পাকিস্তান ভারতকে আমন্ত্রণ করেছিল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে হাজির হয়েছিলেন।
এর আগে সুষমা স্বরাজ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তখন একবার তিনি ইসলামাবাদে গিয়েছিলেন ২০১৫ সালে।
পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ রবীন্দ্র সচদেভ বলছেন, ‘ভারত আর পাকিস্তানের সম্পর্ক বহু বছর ধরেই শীতল হয়ে রয়েছে আর ২০২৪ সালে সেই পরিস্থিতিতে বিশেষ কিছু পরিবর্তন আসেনি। যতক্ষণ পাকিস্তান ভারত-বিরোধী প্রচারণা আর সীমান্তের ওদিক থেকে সন্ত্রাসবাদ আটকাতে না পারবে, ততক্ষণ দু’দেশের সম্পর্ক সহজ হবে না।’
অন্যদিকে ২০২৫ সালে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা নিয়ে পুরো ২০২৪ সাল জুড়েই দু’দেশের মধ্যে টানাপোড়েন চলেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, তবে ভারতীয় ক্রিকেট দল স্পষ্টই বলেছে যে তারা পাকিস্তানে খেলতে যাবে না।
এখন ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়েছে, যেখানে ভারত তার সব ম্যাচই দুবাইতে খেলবে।
নেপালের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এখন পর্যন্ত পাঁচবার নেপাল সফর করেছেন। দু’দেশের মধ্যে ১৭৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এখন নেপালে কমিউনিস্ট পার্টি অব নেপাল (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) ক্ষমতায় রয়েছে, যার শীর্ষে আছেন দলটির সভাপতি কেপি শর্মা ওলি। ভারত-বিরোধী বলে তিনি পরিচিত।
শর্মা ওলি চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সফরটি করেছিলেন চীনে। যদিও চিরাচরিতভাবে নেপালের প্রধানমন্ত্রীরা দায়িত্ব নেয়ার পরে প্রথম বিদেশ সফরে যান ভারতে।
তার সরকার ক্ষমতায় আসার পরে চীনের উচ্চাভিলাষী পরিকল্পনা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর নতুন কাঠামোগত চুক্তিতে সামিল হয়েছে নেপাল।
মরক্কোর পরে নেপাল দ্বিতীয় দেশ, যারা বিআরআইয়ের নতুন কাঠামোয় যুক্ত হলো।
বিআরআই এমন এক অবকাঠামোগত পরিকল্পনা, যার মাধ্যমে পাশ্চাত্যের দেশগুলোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে চীন।
অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ অবশ্য মনে করেন, ভারত আর চীন- দু’দেশের সাথেই সম্পর্ক ‘ব্যালান্স’ করে চলার চেষ্টা করছে নেপাল।
তার কথায়, ‘কেপি শর্মা ওলি চীনের সাথে সুসম্পর্ক চান, কিন্তু ভারতকেও ছাড়তে চান না। চীন থেকে যেসব সুযোগ-সুবিধা পাবে তার দেশ, সেগুলো হাতছাড়া করতে চাইছেন না তিনি।’
নেপাল অভিযোগ করেছিল, তাদের দেশকে ২০১৫ সালে ভারত অঘোষিতভাবে অবরুদ্ধ করে রেখেছিল।
এরপরে ২০১৯ সালে কালাপানি ও লিপুলেখ এলাকাগুলো ভারতের মানচিত্রে যুক্ত করা, ২০২৩ সালে ভারতের সংসদ ভবনে নেপালসহ পুরো উপমহাদেশের মানচিত্র ভারতের ভেতরে দেখিয়ে টাঙ্গানোর মতো বিষয়গুলোতে নেপাল ক্ষুব্ধ হয়েছিল।
অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজের কথায়, ‘বিগত কয়েক বছরে নেপালের সাথে ভারতের বিরোধ সামনে এসেছে, কিন্তু ২০২৪ সালে দু’দেশের মধ্যে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বা বড় কোনো বিতর্কও সামনে আসেনি।’
মালদ্বীপের সাথে কি সম্পর্ক সহজ হলো?
মোহামেদ মুইজ ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হন। নির্বাচনী প্রচারণায় ‘ইন্ডিয়া আউট, অর্থাৎ ভারতকে তার দেশ থেকে বের করার স্লোগান দিয়েছিলেন।
তিনি ক্ষমতায় আসার পরে ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্কে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছিল।
নরেন্দ্র মোদি ২০২৪-এর গোড়ায় লাক্ষাদ্বীপে গিয়েছিলেন এবং সেখানকার কিছু ছবি শেয়ার করে মানুষকে সেখানে বেড়াতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এই আবেদনের পরে মালদ্বীপের কয়েকজন মন্ত্রী মোদি আর ভারত নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, যার ফলে দু’দেশের মধ্যে নতুন এক বিবাদ শুরু হয়ে গিয়েছিল।
রবীন্দ্র সচদেভের কথায়, ‘মালদ্বীপের সাথে ভারতের সুসম্পর্কই ছিল, কিন্তু মুইজ ক্ষমতায় আসার পরে তাতে চিড় ধরে। তিনি এমন সব ভারত-বিরোধী মন্তব্য করতে থাকেন, যা তার আগে কখনো কেউ করেননি।’
সচদেভ বলেন, ‘মালদ্বীপ সরকার চীনের দিকে ঝুঁকে ছিলই, তবে ভারত এই প্রথমবার একেবারে ব্যাকফুটে চলে গেল। এটা ভারতের কাছে দুশ্চিন্তার বিষয়। মুইজ আসার পড়ে সেদেশে চীনের উপস্থিতি বেড়েছে, যা ভারতের পক্ষে উদ্বেগের বিষয়।’
তিনি আরো বলছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিবৃতি আসছিল, তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু ভারত খুবই সুচিন্তিত বক্তব্য প্রকাশ করেছিল।
সচদেভের, ‘পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ২০২৪ সালের আগস্টে তিন দিনের এক সফরে মালদ্বীপ গিয়েছিলেন। ওই সময়ে বেশ কিছু চুক্তি সই হয়। এখন মনে হচ্ছে ভারতের ব্যাপারে মালদ্বীপ অনেকটা নমনীয় হয়েছে।’
আফগানিস্তানের তালেবানের সাথে আলোচনা
ভারত আর আফগানিস্তানের মধ্যে সম্পর্কটা ঐতিহাসিক। ভারতের সীমানা ১৯৭৪ সাল পর্যন্তও আফগানিস্তানের লাগোয়া ছিল।
তালেবান যখন ক্ষমতায় এলো ৯০-এর দশকে, তখন ভারত তাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু ৯/১১-এর হামলার পরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রবেশ করার পরে তালেবান ক্ষমতাচ্যুত হয়।
এই সময়েই ভারত আবারো একবার আফগানিস্তানে হাজির হয় এবং গত দু’দশকে সেখানে তিন শ’ কোটি ডলারেরও বেশি মূল্যের বিনিয়োগ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে আফগানিস্তান সফরও করেছেন। কিন্তু ভারতের প্রচেষ্টাগুলোতে সব থেকে বড় ধাক্কা লাগে ২০২১ সালের আগস্ট মাসে, যখন তালেবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়।
ওই সময়ে মনে করা হচ্ছিল যে তালেবান শাসনে ভারত সেই জায়গাটা পাবে না, যেটা আশরাফ গনির আমলে তাদের ছিল। কারণ ভারত তালেবানকে আগেও স্বীকৃতি দেয়নি, এখনো দিচ্ছে না।
রবীন্দ্র সচদেভ বলছিলেন, ‘২০২৪ সালে কাতারের মাধ্যমে ভারত আর আফগানিস্তানের মধ্যে আলোচনা এগোয়। দু’দেশই পর্দার আড়ালে থেকে ভালোই হোমওয়ার্ক করেছে, যার ফল হয়তো আমরা ২০২৫ সালে দেখতে পাবো।’
তিনি বলেন, ‘এদিকে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছিয়েছে, যা ভারতের পক্ষে লাভজনক। যদি তালেবান সরকার পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ত তাহলে ভারতের সমস্যা শুধু বাড়ত তাই নয়, পাকিস্তানের পক্ষেও সেটা কৌশলগত লাভ হতো।’
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট যে বার্তা দিলেন
শ্রীলঙ্কার বিদেশ নীতিতে ভারত যতটা গুরুত্বপূর্ণ, আবার ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও ততটাই গুরুত্বপূর্ণ ওই দ্বীপরাষ্ট্র।
ভারত আর চীন- দু’দেশই নিজেদের বাণিজ্যিক আর পররাষ্ট্রবিষয়ের সম্পর্কে শ্রীলঙ্কাকে অগ্রাধিকার দেয়।
এর একটা বড় কারণ হলো ভারত মহাসাগরে শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কায় ২০২২ সালে ব্যাপক সরকার-বিরোধী বিক্ষোভ হয়। সাধারণ মানুষ প্রেসিডেন্টের বাসভবনসহ অনেক সরকারি ভবন দখল করে নেয় এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসাকে দেশ ছেড়ে পালাতে হয়।
আর্থিক সঙ্কটে ডুবতে থাকা শ্রীলঙ্কাকে সহায়তা করতে এগিয়ে আসে ভারত এবং শেষ পর্যন্ত ২০২৪ সালে সে দেশে এক নতুন সরকার ক্ষমতায় আসে।
বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন।
অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজের কথায়, ‘দিসানায়েকে তার প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নিয়ে এই বার্তা দিয়েছেন যে শ্রীলঙ্কা ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন চায়।’
অন্য দিকে রবীন্দ্র সচদেভ বলছেন, অর্থনৈতিক সঙ্কট আর ঋণ পুনর্গঠনের ব্যাপারে যেভাবে ভারতের সহায়তা পেয়েছে শ্রীলঙ্কা, তাতে ভারত এটা স্পষ্ট করে দিয়েছে যে কোন দেশ তাদের প্রকৃত বন্ধু!
তিনি বলেন, ‘ঋণ পুনর্গঠনের ব্যাপারে চীন শ্রীলঙ্কাকে কোনো সহায়তা করতে রাজি হয়নি, যখন ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল।’
ওই সঙ্কটময় পরিস্থিতিতে ভারত যে সহায়তা করেছিল তার সুফল দিসানায়েকেও পেয়েছেন।
তিনি এই ঘোষণাও দিয়েছেন, শ্রীলঙ্কার মাটিকে ভারতের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার করতে দেবেন না।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা