০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

সন্দেশখালির বাসিন্দাদের ‘দুষ্টু লোকের খপ্পরে’ না পড়ার আহ্বান মমতার

মমতা ব্যানার্জি - সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তৃণমূল নেতার নারী নির্যাতন বিতর্কের পর সোমবার প্রথম সেখান গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে আয়োজিত প্রশাসনিক সভায় আবারো বিজেপিকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তার সমর্থকদের বিরুদ্ধে নারী নির্যাতন, জোর জুলুমসহ একাধিক অভিযোগ তুলেছিলেন সন্দেশখালির কিছু বাসিন্দা।

তৃণমূলের দাবি ছিল, এই অভিযোগের আড়ালে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

সেই প্রসঙ্গই সোমবার সন্দেশখালির সভায় টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্প ঘোষণার পাশাপাশি তিনি বলেন, ‘সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি, কেউ ডাকল আর চলে গেলাম- সেটা করবেন না।’

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘এখানে টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না। পরে দেখলেন তো পুরোটাই ভাওতা।’

ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও সামনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, সন্দেশখালিতে যে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল তা সঠিক নয়। ভুয়া অভিযোগ দায়ের করানো হয়েছিল, টাকার লেনদেনও হয়েছিল।

চলতি বছরেরে শুরুর দিকে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছিল সন্দেশখালি। পরে একেরপর এক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। ক্রমে তা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।

উল্লেখ্য, সন্দেশখালিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন বা পরে সেখানে যাননি মুখ্যমন্ত্রী।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় স্কুলের ডিজিটাল পর্দায় ভেসে উঠল উসকানিমূলক লেখা পেরেরার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সান্তনার জয় ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার বিসিবি সভাপতির সাথে ক্রীড়া উপদেষ্টার সচিবের দুর্ব্যবহার ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ২০২৪ সালে কতটা কার্যকরী ছিল ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর নিহত বিদ্যুৎ খাতের জন্য দেশ বিপদের মুখে পড়বে, আশঙ্কা বিএনপির মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ : গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক ভ্যাটের হার বাড়ানোয় সাধারণ জনগণের অসুবিধা হবে না : অর্থ উপদেষ্টা বুলেটবিদ্ধ মিনহাজকে হাসপাতালে নেয়ার সাহস পায়নি কেউ ঈদগাঁওতে মাইক্রোবাসের চাপায় নিহত ১

সকল