মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল শনিবার (২৮ ডিসেম্বর)। তার মৃত্যুতে দেশটিতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ৯২ বছর বয়সে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, নয়াদিল্লিতে সকাল সাড়ে ৯টায় কংগ্রেস সদর দফতর থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রা শুরু হবে। দলের সদর দফতরে এক ঘণ্টার জন্য তার লাশ নেয়া হবে। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক এ প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকে তার লাশ নিগমবোধ ঘাট শ্মশানে নেয়া হবে। ১১টা ৪৫ মিনিটে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
আজ নয়াদিল্লিতে সাবেক এ প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গ প্রমুখ শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন বিদেশী বিশিষ্ট ব্যক্তিও তার মৃত্যুতে স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেন।
কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খার্গে এ প্রবীণ নেতার জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা জন্য অনুরোধ জানিয়েছেন।
এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছিল এবং তাকে একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছিলেন, যিনি জাতীয় জীবনে একটি ছাপ রেখেছিলেন।
একটি ভিডিও বার্তায়, প্রধানমন্ত্রী মোদি মনমোহন সিংয়ের যাত্রার কথা স্মরণ করেন এবং বলেছিলেন যে তার জীবন সর্বদা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি পাঠ হিসেবে কাজ করবে যে কীভাবে কেউ বঞ্চনার ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্যের উচ্চতা অর্জনের জন্য সংগ্রাম করতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ও বিজেপি সভাপতি জেপি নাড্ডাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
কেন্দ্রীয় সরকার ছাড়াও, হরিয়ানা, পাঞ্জাব, মণিপুর, রাজস্থান, বিহার এবং আসামসহ বেশ কয়েকটি রাজ্য তাকে সম্মান জানাতে আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে।
উল্লেখ্য, মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দু’ মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর ছিলেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্যোগ নেন। এ কারণে তাকে ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের ‘স্থপতি’ বলা হয়।
সূত্র : ইন্ডিয়া টুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা