মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৫, আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৯
ভারতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার। একইসাথে বাতিল করা হয়েছে সব ধরনের সরকারি অনুষ্ঠান। ভারত সরকার ঘোষণা করেছে, ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় কেন্দ্রীয় মন্ত্রীসভা বৈঠকে সরকারিভাবে রাষ্ট্রীয় শোকপ্রস্তাব গ্রহণ করবে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমের একাংশ।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক নেতা নেত্রীদের শোকবার্তা আসা শুরু হয়ে যায়। শোকবার্তা দিতে থাকেন সেলিব্রেটিরাও।
প্রথম শোকবার্তাটি অবশ্য দেন মনমোহন সিংয়েরই উত্তরসূরি, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই সব দলের নেতা-নেত্রীরা টুইট করে শোকবার্তা দেয়া শুরু করেন।
এরপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে শুরু করে কংগ্রেস এবং তাদের বিরোধী দলগুলোর অনেক রাজনৈতিক নেতা-নেত্রীই শোক জ্ঞাপন করেন।
শোকবার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যু হয় মনমোহন সিংয়ের। এদিন সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর সন্ধ্যা ৮টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালের (এআইআইএমএস) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।
২০০৯ সালে দিল্লির এআইআইএমএস-এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন দেশটির প্রবীণ এ রাজনীতিক।
মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দু’ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এ রূপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান।
সূত্র : বিবিসি ও হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা