ইমরান খানের মুক্তির দাবি ট্রাম্পের বিশেষ দূতের
জামিন পেলেন বুশরা বিবি- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ মিশনের দূত পদে মনোনীত রিচার্ড গ্রেনেল।
তার এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) যুক্তরাষ্ট্রকে তাদের দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
গ্রেনেল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। ইমরানের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়ে তিনি পাকিস্তানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।
গত ২৬ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গ্রেনেল লিখেন, ইমরান খানকে মুক্তি দিন। ওই দিন মধ্যরাতে ইসলামাবাদের ডি-চকে পিটিআই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল পাক সরকার।
তার একদিন আগে মার্কিন সংবাদমাধ্যমে গ্রেনেল বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের সময় যখন ইমরান খান পাকিস্তানের নেতা ছিলেন, তখন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো ছিল। কারণ তিনি ছিলেন একজন বহিরাগত।
তার ভাষায়, তিনি (ইমরান খান) একজন সাবেক ক্রিকেটার। রাজনীতিবিদ ছিলেন না এবং সাধারণ ভাষায় কথা বলতেন। তার সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক ছিল। ইমরানের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ট্রাম্পের মতোই ইমরান খানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। শাসক দল তাকে কারাগারে পাঠিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ সৃষ্টি করেছে।
বুশরা বিবির জামিন
এদিকে, গত ২৬ নভেম্বরে বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
বৃহস্পতিবার বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শুনানির পর প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে স্বাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুশরা বিবি।
তারনল ও রমনা থানায় করা মামলার শুনানিতে হাজির হন বুশরা ও তার আইনজীবীরা। এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছে।
এর আগে, গত সপ্তাহের শনিবার পাকিস্তানের দুর্নীতি-বিরোধী আদালত (এটিসি) রাওয়ালপিন্ডিতে বুশরা বিবিকে ২৬ নভেম্বরের বিক্ষোভ সংশ্লিষ্ট ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দেয়। রাওয়ালপিন্ডি, আটক ও চাকওয়ালের একাধিক থানায় এসব মামলা করা হয়েছিল।
২৬ নভেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বড় আকারে বিক্ষোভ করে পিটিআই। এই বিক্ষোভের পর থেকেই ইমরান, বুশরা ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে শেহবাজ শরিফের সরকার। পাশাপাশি, ইমরান-বুশরা ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তিন রেঞ্জারকে বিক্ষোভের সময় ‘গাড়িচাপা’ দিয়ে হত্যার অভিযোগ রয়েছে। বিক্ষোভ তুঙ্গে উঠলে সামরিক বাহিনী অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে এক হাজার নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হন।
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা