২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ

কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ - সংগৃহীত

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরো একবার প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা।

ঘটনার পর চার মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় সন্তুষ্ট নয় নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ।

এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে।

তাই এই প্রতিবাদ কর্মসূচি।

এদিকে ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন। আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার।

পাশাপাশি, সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে।

ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য আবারো আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত ওই শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা যায় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। ক্রমে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়েও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
স্বৈরাচার প্রতিরোধী সরকার-কাঠামো সংস্কারের চ্যালেঞ্জ কী ফ্যাসিস্ট হা‌সিনা ও তার দোসর‌দের বিচার ছাড়া কোনো নির্বাচন নয় বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে রাষ্ট্রের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন : রাষ্ট্রদূত মুশফিক কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোন ও সিএনজি জব্দ বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা নাশকতাকারী কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব’ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি

সকল