২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নরেন্দ্র মোদিকে চিঠিতে কংগ্রেস নেতা অধীর

‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী - সংগৃহীত

ভারতে বাংলাদেশী সন্দেহে বিভিন্ন রাজ্যে সেখানকার বাংলাভাষীদের হয়রানির শিকারের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি বলেছেন, বাংলাভাষীরা দিল্লিসহ অন্য রাজ্যগুলোতে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। এ বিষয়ে নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

কলকাতা থেকে প্রকাশিত পূবের কলমের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি চিঠিতে লিখেছেন, ‘আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। এ পরিস্থিতিতে ভারতে বাংলাদেশী সন্দেহে ভিনরাজ্যে বসবাস করা বাংলাভাষীদের টার্গেট করা হচ্ছে।’

চিঠিতে তিনি আরো লিখেছেন, ‘ব্রিটিশ শাসনের সময় থেকেই বেঙ্গল প্রেসিডেন্সি দেশের বৃহত্তম প্রদেশ ছিল। ওই সময় থেকেই অনেক বাংলাভাষী দেশের বিভিন্ন স্থানে বসবাস করে এসেছেন। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশ বাড়তে পারে। তাই অনুপ্রবেশকারীদের গ্রেফতারে বিভিন্ন রাজ্যে অভিযান চালানো হচ্ছে। কিন্তু অভিযানের নামে দিল্লি ও অন্য রাজ্যে থাকা বাংলাভাষীদের হয়রানি করা হচ্ছে।’

তিনি এ অভিযোগ তুলে হস্তক্ষেপের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তিনি বলেছেন, ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভারতের বাংলাভাষীদের টার্গেট করা হচ্ছে, যা একবারেই কাম্য নয়। এছাড়াও স্কুলে বাংলাভাষী শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি তাদের মা-বাবার ও জন্মস্থান সম্পর্কেও প্রশ্ন করা হচ্ছে।

এদিকে ভারতে বড়দিন ও ইংরেজি নতুন বছরের উৎসবকে সামনে রেখে পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে বদল আসার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement
‘মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব’ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি পাকিস্তান সরকারকে সংলাপের সময়সীমা বেঁধে দিচ্ছে ইমরান খানের দল আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই : রিজভী পাকিস্তানে ৬০ বেসামরিক নাগরিককে কারাদণ্ড দিলো সামরিক আদালত গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া : সেলিম উদ্দিন এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম

সকল