২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খালিস্তানি নেতা

ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা - ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তর প্রদেশের পিলিভিটে এনকাউন্টারে তিন খালিস্তানি নিহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে পিলিভিটে ওই ৩ জনের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে তারা নিহত হয়।

নিহতরা হলেন গুরবিন্দর সিং, জসনপ্রীত সিং, বীরেন্দ্র সিং। এরা প্রত্যেক্যেই খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন খালিস্তান কমান্ডো ফোর্সের সদস্য বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, পঞ্জাবের গুরুদাসপুরে খালিস্তানিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ ছিল। এরপরই উত্তর প্রদেশ পুলিশ ও পঞ্জাব পুলিশ যৌথ অভিযানে নামে। এ সময় তাদের থেকে ৪৭ রাইফেল, দু’টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সূত্রটি আরো জানিয়েছে, গোপনসূত্রে পাঞ্জাব পুলিশের কাছে খবর ছিল ওই ৩ খালিস্তানি নেতা উত্তর প্রদেশের পিলিভিটে আশ্রয় নিয়েছে। খবর পেতেই তারা উত্তর প্রদেশ পুলিশকে জানায়। এতে খবর পায় উত্তর প্রদেশের পুরানপুর পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনের আওতার এলাকাতেই খালিস্তানি নেতারা ঘোরাফেরা করছিল বলে খবর আসে। পুরানপুরে কিছু সন্দেহজনক জিনিস নিয়ে ওই তিনজন ঘোরাফেরা করছিল বলেও খবর পায় পুলিশ।

এদিকে, খবর পেতেই ওই তিন অভিযুক্তকে আলাদা করে নেয় পুলিশ। সোমবার সকালেই দুই পক্ষের মধ্যে গুলির বিনিময় শুরু হয়। তখনই পুলিশের গুলিতে ওই তিনজন মারা যায়।

পিলিভিটের পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্তরা চ্যালেঞ্জ করে ও পুলিশ টিমকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পাল্টা গুলিতে তারা নিহত হয়। যৌথ অভিযান পরিচালনা করেছিল পাঞ্জাব পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের দল। পাঞ্জাব পুলিশের দল তাদের (অভিযুক্তদের) বিদেশী সংযোগের কথাও বলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

এর আগে শুক্রবার পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানৌর মহকুমার পরিত্যক্ত পুলিশ পোস্টে একটি বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ। বর্ধিত পুলিশি নজরদারির মধ্যে যে আক্রমণটি ঘটেছিল, তাতে জীবন বা সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। তারপরই এই তিন খালিস্তানি নেতার এনকাউন্টারের খবর এল।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন

সকল