দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৪
ভারতের বিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান তিনি।
জানা যায়, কিছুদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আল্লামা। অবস্থার অবনতি হলে প্রথমে দেওবন্দের একটি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মেরাট সিটির আনন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়।
উল্লেখ্য, আল্লামা কমরউদ্দিন ভারতের উত্তর প্রদেশের গোরকপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস সমাপন করেন। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন।
গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা