২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি - ছবি : সংগৃহীত

কুয়েত সফরে গিয়ে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তাকে কুয়েত সরকারের তরফে 'অর্ডার অফ মুবারক দ্য গ্রেট' প্রদান করা হয়েছে। ভারত ও কুয়েতের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে মোদির অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান প্রদান বলে জানিয়েছে সে দেশের সরকার।

রোববার সকালে বায়ান প্রাসাদে মোদিকে এই সম্মান প্রদান করেন কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। উপস্থিত ছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আবদুল্লাহ আল-আহমেদ আল-সাবাহ।

মোদি ভারত ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বের উদ্দেশে এই সম্মানটিকে উৎসর্গ করেছেন। পাশাপাশি, তিনি কুয়েতে বসবাসকারী ১০ লাখ ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের ১৪০ কোটি জনতার উদ্দেশেও এই সম্মান উৎসর্গ করেছেন।

মোদি তার এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে লিখেছেন, ‘কুয়েতের আমির, মাননীয় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছ থেকে মুবারক আল-কবির অর্ডার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি এই সম্মাননা ভারতের আমজনতাকে এবং ভারত ও কুয়েতের মধ্য়ে যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে, সেই সম্পর্কের উদ্দেশে উৎসর্গ করছি।’

কুয়েতের আমির মোদিকে এই প্রসঙ্গে বলেন, 'এটা আমাদের সর্বোচ্চ মেডেল এবং আপনি এটা অর্জন করেছেন। আমরা শত শত বছর ধরে ভারতীয় সাধারণতন্ত্রের সঙ্গে আমাদের বন্ধন অক্ষুণ্ণ রেখে চলেছি।'

উল্লেখ্য, এর আগে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন। সেই ঘটনার ৪৩ বছর পর নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফর করলেন। সেই উপলক্ষেই তাকে এই সম্মান প্রদান করা হয়।

এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সম্মাননা প্রদান এই আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে দিয়েছে।'

১৯৭৪ সাল থেকে এই সম্মান বিশিষ্টদের প্রদান করা হচ্ছে। সেই তালিকায় যে আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিরা রয়েছেন, তারা হলেন- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাজিজ আল-সউদ।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ১৯টি দেশের সরকারি সম্মান পেয়েছেন। তার মধ্যে অন্যতম- সৌদি আরবের অর্ডার অফ কিং আবদুল আজিজ, অর্ডার অফ স্টেট অফ প্যালেস্তাইন, দ্য ইউনাইটেড আরব এমিরেট্স' অর্ডার অফ জায়াদ, অর্ডার অফ ফিজি এবং মিসরের অর্ডার অফ দ্য নাইল।

উল্লেখ্য, গত মাসেই মোদিকে নাইজেরিয়ার গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার সম্মান প্রদান করা হয়েছিল। দু'দেশের সম্পর্কে মজবুত করার জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়।

এছাড়া, করোনার সময় পাশে থাকার জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করার জন্য তাকে ডমিনিকার পক্ষ থেকে ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার দেয়া হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা সাভারে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর যান-চলাচল স্বাভাবিক নিয়োগে দুর্নীতি : লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : সপু রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

সকল