২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজেদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। - ছবি : সংগৃহীত

নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় এবং বিশ্বের জন্য যা ভালো মনে হয়, তা করতে দ্বিধা করবে না ভারত। শনিবার (২১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সময় ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেয়ার কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেয়ার সুযোগ দেবে না।

তার ভাষ্য, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরোনো সমস্যা এখনো রয়ে গিয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement