ভোটের ‘নথি গোপন’ করতে চায় মোদি সরকার : খাড়গে
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:২২
ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদি সরকার। নির্বাচনি নথি গোপন করতে নয়া আইন নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এই নতুন নিয়মেই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না।
গতকাল (শনিবার) ভারতের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ১৯৬১ সালের নির্বাচন বিধির ৯৩(২) ধারা অনুযায়ী, এতদিন ভোটসংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন পরিবর্তন করে শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনি আচরণবিধি নিয়মসংক্রান্ত নথিগুলোই এখন থেকে প্রকাশ করা হবে। এমনকি আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোটসম্পর্কিত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না।
কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে? খাড়গের দাবি, কেন্দ্রীয় সরকার ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা চাচ্ছে না বলেই ভোট সম্পর্কিত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের আপত্তি।
কংগ্রেস সভাপতি বলেন, ‘ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে মোদি সরকারের এই সংশোধনী তারই প্রমাণ। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্রবিরোধী। তিনি সতর্ক করে বলেন, সংবিধান বাঁচানোর সব চেষ্টা আমরা করব।’
এর আগে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও আইন পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই পরিবর্তনে অর্ডিন্যান্স এনে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছিল।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা