ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি, ২ জন আইসিইউতে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫, আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সাথে হাতাহাতি হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের। এ ঘটনায় বিজেপির দুই সংসদ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সাথে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীর ধাক্কায় নাকি চোট পেয়ে বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেয়া হয়েছিল।
এদিকে, আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সাথে। তিনি বলেন, ‘যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থী। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।’
এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, ‘রাহুল গান্ধী আজ দুই বিজেপি সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সমগ্র কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।’
এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সংসদ সদস্য কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, ‘আসলে বিজেপি সংসদ সদস্যরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করে। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এই নিয়ে।’
কংগ্রেসের কে সুরেশ এএনআই-কে বলেন, ‘কংগ্রেস সংসদ সদস্যরা স্পিকারের সাথে দেখা করে বিজেপি সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি সংসদ সদস্যরা তাকে সংসদে ঢুকতে দেননি। তারপর তিনি হাউসে যাওয়ার জন্য ধাক্কা দিয়েছিলেন।’
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেন, ‘রাহুল গান্ধী এসে এক সংসদ সদস্যকে ঠেলে দিলেন। সেই সংসদ সদস্য তখন আমার ওপরে এসে পড়েন। এরপরে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।’
আর রাহুলের বক্তব্য, ‘এই ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেয়ার চেষ্টা করছিলেন। তখন আমাকে ধাক্কা দেয়া হয়। হুমকি দেয়া হয়। তাই এটা ঘটেছে। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খার্গকে ধাক্কা দেয়া হয়েছে)। কিন্তু আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি সংসদ সদস্যরা আমাদের ভেতরে যেতে বাধা দেয়ার চেষ্টা করছিলেন। তারা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।’
সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা