১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পণ্যশুল্ক নিয়ে মোদিকে হুঁশিয়ারি ট্রাম্পের

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প এখনো প্রেসিডেন্টের আসনে বসেননি তিনি। তবে তার আগেই পণ্যশুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন, তার জমানায় তিনি ‘টিট ফর ট্যাট’ নীতিতেই গুরুত্ব দেবেন বেশি। অর্থাৎ যে দেশ আমেরিকার সাথে যেমন সম্পর্ক রাখবে, সেই দেশের সাথে তেমনই ব্যবহার করা হবে। সেই বিষয়ে ভারতের শুল্কনীতির সমালোচনা করেছেন ট্রাম্প। তার কথায়, ‘যদি তারা (ভারত) আমাদের কর দিতে বলে, তবে আমরাও তাদের থেকে একই পরিমাণ কর নেব।’

ভারতের বাজারে আমেরিকার বেশ কিছু পণ্যের জন্য ১০০ শতাংশ কর ধার্য রয়েছে। সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘পারস্পরিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত যদি আমাদের থেকে ১০০ শতাংশ কর নেয়, আমরা কি তাদের কাছ থেকে কিছুই নেব না? এটা ভাবা ভুল।’

শুধু ভারত নয়, একই বন্ধনীতে ব্রাজিলের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। তার কথায়, ‘ভারত, ব্রাজিল আমাদের থেকে অনেক বেশি কর নেয়। আমরা এবার তাদের থেকেও একই জিনিসের উপর একই পরিমাণ কর নেব।’
তার জমানায় বৈদেশিক বাণিজ্যনীতি যে আরো কড়াকড়ি হতে চলেছে, তার আভাসই দিলেন ট্রাম্প। উল্লেখ্য, বাণিজ্য-সম্পর্কে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘ দিনের। এ বার বাণিজ্যনীতি নিয়ে আমেরিকা প্রশাসন যে আরো কঠোর অবস্থান নিতে চলেছে, তারই ইঙ্গিত দিলেন ট্রাম্প।

আমেরিকার অভিবাসননীতি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন ট্রাম্প। ভোটের প্রচারে বার বার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষেও ওয়াদা করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ওই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর ট্রাম্প। এর ফলে প্রায় ১৮ হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছেন। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর ইতিমধ্যেই প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আর সেই 'প্রথম দফার তালিকা’য় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
গুমের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা, নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র গুমে জড়িত ২০ সেনা-র‌্যাব-পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত, চীনের যেসব হিসাব-নিকাশ সাকিবের বিদায়, ফাইনালে সাব্বির-মোসাদ্দেকের দল প্রধান উপদেষ্টা আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভারতে লঞ্চে ধাক্কা নৌবাহিনীর স্পিড বোটের! মৃত ১৩ পণ্যশুল্ক নিয়ে মোদিকে হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বকাপে মদের নিষেধাজ্ঞা শিথিল করবে না সৌদি আরব র‍্যাঙ্কিংয়ে শেখ মেহেদী-হাসান মাহমুদের বড় লাফ

সকল