ভারতের যে শহরে ভিক্ষা দিলে হবে মামলা দায়ের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫০
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দৌর শহরে কেউ ভিক্ষুককে ভিক্ষা দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই শহরের প্রশাসন ঘোষণা করেছে, আসন্ন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কাউকে যদি কোনো ভিক্ষুককে ভিক্ষা দিতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জঙ্গ ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
ডেইলি জঙ্গের প্রতিবেদনে জেলা প্রশাসক আশিশ সিংয়ের বক্তব্য উল্লেখ করা হয়। তিনি বলেছেন, শহরে ভিক্ষার বিরুদ্ধে আমাদের সতর্কবার্তা এই মাস অর্থাৎ ডিসেম্বরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরে ১ জানুয়ারি থেকে কাউকে যদি ভিক্ষা দিতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।
এমন সিদ্ধান্তের কারণ উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই ইন্দৌর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ভিক্ষুকদের নেটওয়ার্ক নির্মুল করে দিতে।
তিনি ভিক্ষুকদেরকে ভিক্ষা না দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, ইন্দৌর শহরবাসীর প্রতি অনুরোধ আপনারা ভিক্ষা দিয়ে এই অপরাধের সাথে যুক্ত হবেন না।