১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভারতবিরোধী কাজে আমাদের জমি ব্যবহার হতে দেব না’ : শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

মোদির সাথে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট - ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার মাটি ভারতবিরোধী কাজে ব্যবহার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। সেপ্টেম্বরে নির্বাচিত হওয়ার পর প্রথম ভারত সফর গিয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি।

নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে সোমবার নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসেন অনুরা দিশানায়েকে। এরপর মোদির সাথে যৌথ বিবৃতিতে দিশানায়েকে বলেন,'আমি ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে ভারতের স্বার্থবিরোধী কোনো কাজে আমরা আমাদের জমি ব্যবহার হতে দেব না। ভারতের সাথে আমরা আমাদের সহযোগিতা আরো বাড়িয়ে নিয়ে যাব, আর আমি ফের আশ্বাস দিতে চাই ভারতের প্রতি আমাদের ক্রমাগত সমর্থন নিয়ে।'

উল্লেখ্য, তিন দিনের সফরে ভারতে আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, 'শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পর এটা আমার প্রথম সফর। প্রথম বিদেশ সফরে ভারত আসতে পেরে আমি খুব খুশি। আমাকে আমন্ত্রণের জন্য ভারতকে ধন্যবাদ। আমাকে ও আমাদের প্রতিনিধি দলের প্রতি তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতকে ধন্যবাদ।' দু'দেশের সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকেও তিনি ধন্যবাদ জানান।

শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় ভারতের পাশে থাকার দিনগুলোর কথা স্মরণ করে দিশানায়েকে বলেন, 'দু'বছর আগে আমরা অভূতপূর্ব আর্থিক সংকট দেখেছি। ওই বদ্ধ পরিস্থিতি থেকে উঠে আসতে ভারত আমাদের ভীষণভাবে সাহায্য করেছে। তারা আমাদের খুব সাহায্য করেছ, বিশেষত ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে।'

তিনি বলেন, 'আমি জানি ভারতের পররাষ্ট্রনীতিতে শ্রীলঙ্কার একটি তাৎপর্যপূর্ণ জায়গা রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তার সবরকমের সমর্থনের।'

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন চলতি সপ্তাহের শেষ দিকে মিয়ানমার-থাইল্যান্ড নিরাপত্তা বৈঠক গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল 'খুবই অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে অস্ট্রেলিয়ায় উত্তেজনা ইউক্রেনে উত্তর কোরিয়ার সামরিক সম্পৃক্ততা সংঘাতের ‘বিপজ্জনক সম্প্রসারণ’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত রায় আজ কায়রোতে ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস নানা কর্মসূচির মধ্য দিয়ে ডুয়েটে বিজয় দিবস উদযাপন প্যারাসিটামলে নষ্ট হতে পারে লিভার, কিডনি অভিষেকের আগেই হামাসকে চুক্তি করতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

সকল