বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
নিজের রাইফেলের গুলিতেই বিদ্ধ হয়েছেন বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য।
শুক্রবার ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, অসাবধানতায় রাইফেল চালিয়েছিলেন রাহুল সিংহ (২৪)। তিনি বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। কর্মরত ছিলেন হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপিতে। রাহুলকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।
জানা গেছে, গোবিন্দপুর সীমান্তে দায়িত্বপালনকালে অসাবধানতায় গুলি পেছন দিক থেকে কোমরের ওপর দিয়ে পেট ফুঁড়ে বেরিয়ে যায়।
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, ‘নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছেন বিএসএফ সদস্য। খবরটা পেয়েছি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা