১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬

চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ - সংগৃহীত

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাইয়ের ত্রিচি রোড এলাকায় ওই হাসপাতাল থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীদের উদ্ধার করে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। উদ্ধারকাজ যখন শেষের পথে তখন হাসপাতালের লিফটের ভেতর থেকে বেশ কয়েকজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছয়জনকে মৃত ঘোষণা করেন। কয়েকজন এখনো চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতর থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বেরিয়ে আসছে।

প্রাথমিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মনে করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement