বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩২
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী।
গণমাধ্যমটি আরো বলেছে, ভারতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন, যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
বিএসএফের সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি সদস্য সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়নি, যা বিএসএফ সামলাতে পারেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা