ছয় মাসের মধ্যে পঞ্চমবারের মতো বৈঠকে বসছেন এমবিএস ও শেহবাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৭
ছয় মাসের মধ্যে পঞ্চমবারের মতো বৈঠকে বসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
মঙ্গলবারে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা উভয় দেশের অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
মঙ্গলবার রিয়াদে ওয়ান-ওয়াটার সামিটের ফাঁকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে ক্রাউন প্রিন্সের উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এই চুক্তি হয়। ক্রাউন প্রিন্স গত ছয় মাসে পঞ্চমবারের মতো পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তার দারুণ আনন্দের কথা বলেছেন। তিনি একে দুই দেশের জনগণের মধ্যে অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা