০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিমবঙ্গে আলু ব্যবসায়ীদের ধর্মঘট, বাড়তে পারে দাম

আলু - ছবি : সংগৃহীত

ভারতের অন্য রাজ্যে আলু রফতানি নিষিদ্ধ করার প্রতিবাদে পশ্চিমবঙ্গে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে করে সেখানে আলুর দাম আরো বাড়তে পারে বলে শঙ্কার সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে থেকে আলুর দাম পশ্চিমবঙ্গের সব বাজারে আকাশছোঁয়া হয়ে যায়। তাতে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তের। দাম কমাতে মুখ্যমন্ত্রী দাওয়াই দেন। টাস্ক ফোর্স রাস্তায় নামেন। কিন্তু আলুর দাম কমেনি। তাই পশ্চিমবঙ্গের আলু অন্য রাজ্যে না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাতে চাপে পড়ে যান আলু ব্যবসায়ীরা।

শীতের মরশুমেই আলুর দাম শুনে ঘাম দিতে পারে মধ্যবিত্তের। কারণ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই ধর্মঘট হলে আলুর সংকট দেখা দেবে। ফলে দাম আবার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজারে এখন কেজি প্রতি আলুর দাম ৩৫ ভারতীয় টাকা (রুপি)। সেটা যদি আরো বাড়ে তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে মধ্যবিত্তদের। আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গে আলু ভিন রাজ্যে রফতানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সীমান্তে গিয়ে আলুবোঝাই ট্রাক আটকে যাচ্ছে। এই পদক্ষেপের পাল্টা এবার আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়ে বসলেন।

আলু হিমঘর থেকে বের হলেও তা রফতানি করা যাচ্ছে না। তাই সেসব আলু পচে যেতে পারে। এমনকি সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক পাঠানো হওয়ায় পরিবহণ খরচ লোকসানে যেতে বসেছে। তাই রাজ্য সরকারকে আলু কিনে নিতে প্রস্তাব দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তাতে সাড়া দেননি রাজ্য সরকার। ফলে আবার ধর্মঘটের হঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সমস্যা না মিটলে আগামী সোমবার থেকে আবার ধর্মঘট শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন আলু ব্যবসায়ীরা।

গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সংকট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারো যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরা বাজারে আলুর সংকট দেখা দিতে পারে। দাম বাড়বে আলুর।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের যেভাবে হয়েছিল আদানির সাথে ঢাকার বিতর্কিত চুক্তি ফের বার্সার হোঁচট, লাস পালমাসের ইতিহাস কম্পিউটার সোসাইটি ও প্রাইম্যাক্সের মধ্যে সমঝোতা স্মারকে সই বিদ্রোহীদের আলেপ্পো বিমানবন্দর দখল, ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার পশ্চিমবঙ্গে আলু ব্যবসায়ীদের ধর্মঘট, বাড়তে পারে দাম টেস্ট বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার জয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া জ্যামাইকায় প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি যুক্তরাষ্ট্রে ২ দিনের যাত্রাবিরতি করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট জনতার তোপের মুখে গ্রেফতার, থানায় গিয়ে ছাড়া পেলেন মুন্নী সাহা জাতীয় ঐক্যের ডাক ৫০ বিশিষ্ট নাগরিকের

সকল