৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২ বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের জিডিপি বৃদ্ধির হার

২ বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের জিডিপি বৃদ্ধির হার - ছবি : সংগৃহীত

নিম্নগামী ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার। শুক্রবার এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস (এনএসও)। এতে দাবি করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের জিডিপি বৃদ্ধির হার এসেছে ৫.৪ শতাংশে। গত দু'বছরের মধ্যে যা সর্বনিম্ন।

২০২৩-২৪ অর্থবর্ষে এই ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। এবং চলতি বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে জিডিপি ছিল ৬.৭ শতাংশ। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছিল দ্বিতীয় ত্রৈমাসিকে এর পরিমাণ আরও কমতে পারে। তবে তা যে ৫.৪ শতাংশে নেমে যেতে পারে এতটা অনুমান করা যায়নি। শুক্রবারের এনএসও-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাপে মোদি সরকার। জানা যাচ্ছে, উৎপাদন, কৃষি এবং পরিষেবা ক্ষেত্রে প্রত্যাশিত বৃদ্ধি না-হওয়া, প্রত্যাশামতো বিনিয়োগ না-আসায় জেরেই এই ঘটনা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ভারতের জিডিপি নিয়ে পূর্বাভাস দিয়েছিল ইক্রা নামে এক সংস্থা। যেখানে দাবি করা হয়েছিল জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে দেশের জিডিপি নেমে হতে পারেগ ৬.৫ শতাংশ। কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব অজয় শেঠও এই দাবিতে সিলমোহর দেন। তবে বাস্তবে দেশের আর্থিক সূচকের পারদের অপ্রত্যাশিত নিম্নগতি চিন্তা বাড়াল কেন্দ্রের। এর আগে করোনা মহামারী চলাকালীন ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। গত ২ বছরের মধ্যে এটাই ছিল সর্বনিম্ন।

যদিও দেশের জিডিপির জন্য এমন খারাপ খবরের মাঝে আশার কথা এই যে অর্থনীতি নিম্নগামী হলেও আন্তর্জাতিক তালিকায় প্রথমেই রয়েছে ভারত। দ্বিতীয় ত্রৈমাসিকে চীনের জিডিপি বৃদ্ধি হয়েছে ৪.৬ শতাংশ। যদিও ভারতের তুলনায় চীনের আর্থনৈতিক কার্যকলাপের ব্যাপ্তি অনেক বেশি। ফলে বৃদ্ধির হারের শতাংশের হিসেবে দুই দেশের অর্থনৈতিক মূল্যায়ন সম্ভব নয়।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement