পাঞ্জাব বিধানসভায় পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৯, আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৪০
পাঞ্জাব বিধানসভায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। চরমপন্থী সংগঠন হিসেবে নিষিদ্ধের জন্য ওই প্রস্তাবটি উত্থাপন করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এমপিএ হিনা পারভেজ বাট।
রেজুলেশনে সংগঠিত জনতা নিয়ে ফেডারেশনে পিটিআইয়ের আক্রমণের নিন্দা করা হয়েছে। প্রাদেশিক প্রধান নির্বাহী এবং সাবেক ফার্স্ট লেডিসহ পার্টির নেতৃত্বকে এই হামলার আয়োজন ও নেতৃত্ব দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
রেজুলেশন বলা হয়েছে, দাঙ্গাবাজ এবং দুর্বৃত্তরা পুলিশ কর্মীদের আহত করেছে। তারা যানবাহনে আগুন দিয়েছে। একইসাথে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করেছে।
তাতে আরো অভিযোগ করা হয়েছে, ওই হামলাগুলো ছিল জনজীবন ও সম্পদের ক্ষতি করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
রেজুলেশন অনুযায়ী, পিটিআইয়ের এক দিনের বিক্ষোভের ফলে পিকেআরের ১৯০ বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
পরে রেজুলেশনে নিষেধাজ্ঞার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। যেন আগামীতে আরো ক্ষতি সাধন না করতে পারে।
সূত্র : দি নিউজ, এআরওয়াই নিউজ