২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাবি পূরণের আগ পর্যন্ত সমর্থকদের অনড় থাকতে বললেন ইমরান খান

ইমরান খান - সংগৃহীত

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান তার সমর্থকদের ‘শেষ পর্যন্ত লড়াই করার’ আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ইমরান খানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি পোস্টে এ আহ্বান জানানো হয়।

এক্সের পোস্টে বলা হয়েছে, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না।’ একইসাথে পিটিআই কর্মীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

ইমরান খান বলেন, ‘সমস্ত প্রতিবাদকারী পাকিস্তানিরা শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করুন। এটি পাকিস্তানের বেঁচে থাকার এবং সত্যিকারের স্বাধীনতার সংগ্রাম।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। ইসলামাবাদের ডি চকের উদ্দেশে রওনা দেয়া গাড়ির বহর মঙ্গলবার সকালে ‘জিরো পয়েন্টে’ গিয়ে পৌঁছায়। দু’পক্ষের সংঘর্ষে বারেবারে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদের সব মার্কেট অবিলম্বে বন্ধ করতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে বিক্ষোভকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা।

তারা দাবি করেন, ‘আমরা খরব পেয়েছি যে আমাদের দু’জন বিক্ষোভকারী নিহত এবং ২০ জন আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে আছে।’
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement