ইসলামাবাদের সব মার্কেট বন্ধ, বড় অভিযানের আশঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ নভেম্বর ২০২৪, ২১:১১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। ইসলামাবাদের ডি চকের উদ্দেশে রওনা দেয়া গাড়ির বহর মঙ্গলবার সকালে ‘জিরো পয়েন্টে’ গিয়ে পৌঁছায়। দু’পক্ষের সংঘর্ষে বারেবারে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদের সব মার্কেট অবিলম্বে বন্ধ করতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে বিক্ষোভকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা।
তারা দাবি করেন, ‘আমরা খরব পেয়েছি যে আমাদের দু’জন বিক্ষোভকারী নিহত এবং ২০ জন আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে আছে।’
কেন বিক্ষোভ?
একাধিক অভিযোগে ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে জেলে আটক রয়েছেন। তার মুক্তির দাবিতে বুশরা বিবি সোমবার পিটিআইয়ের সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন, তার স্বামী মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে।
কয়েক মাস ধরেই তার মুক্তির দাবি তুলে বিক্ষোভ করছে ইমরান খানের দল। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীতে থাকার কথা বলে সমর্থকদের প্রতি ‘চূড়ান্ত আহ্বান’ জানিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুক্তি না পাওয়া পর্যন্ত ইসলামাবাদেই তারা অবস্থান করবে বলে ডাক দিয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ইমরান খান আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা এই যাত্রা থামাব না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকব এবং আপনাকে আমাকে সমর্থন করতে হবে।’
বিক্ষোভকারীদের উদ্দেশ্য ইসলামাবাদের ডি চকে পৌঁছানো। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ও সুপ্রিমকোর্টের মতো অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে।
এই চত্বর ডেমোক্রেসি স্কোয়ার নামেও পরিচিত এবং প্রায়ই রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহৃত হয়। যেহেতু চৌরাস্তাটি দু’টি প্রধান সড়কের ওপর অবস্থিত। তাদের ঠেকাতে ইসলামাবাদের কেন্দ্রস্থলে সরকারি ভবন, সুপ্রিমকোর্ট ও পার্লামেন্টের কাছাকাছি রাস্তা শিপিং কন্টেনার ফেলে বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তায় সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সারাদেশ থেকে রাজধানীতে পুলিশ সদস্যদের নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশের একটি বড় অংশ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছেছে। এটাই একমাত্র রাজ্য যেখানে পিটিআই ক্ষমতায়।
বিক্ষোভের মধ্যেই আদিয়ালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে দেখা করেন পিটিআইয়ের শীর্ষ নেতারা। তেহরিক-এ-ইনসাফ বলছে, ব্যারিস্টার গওহর ও আলি মোহাম্মদ খানকে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছিল।
সূত্র : আল-জাজিরা ও বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা