২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘পিটিআইয়ের হারানোর কিছু নেই’

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ-সংঘাত - সংগৃহীত

পাকিস্তানের চলমান পরিস্থিতির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক বেনজির শাহ বলছেন, আগামী ২৪ ঘণ্টা ‘গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ’ হতে চলেছে।

মঙ্গলবার আল জাজিরাকে এ কথা বলেন লাহোর-ভিত্তিক এই বিশ্লেষক।

তিনি বলেন, ‘যদি পিটিআই দীর্ঘস্থায়ী অবস্থানের সিদ্ধান্ত নেয় বা পরিস্থিতি যদি সহিংসতায় পরিণত হয়, তাহলে জনগণের অনুভূতি- বিশেষ করে ইসলামাবাদের বাসিন্দাদের মধ্যে যাদের দৈনন্দিন জীবন ইতোমধ্যেই ব্যাহত হয়েছে তারা সরকারের বিরুদ্ধে যেতে পারে।’

বেনজির শাহ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির ‘উস্কানিমূলক বিবৃতি’ নিয়ে প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পাঁচ মিনিটের গুলিবর্ষণ বিক্ষোভকারীদের সাফ করতে পারে।

বেনজির শাহ আরো বলেন, ‘এই মুহূর্তে পিটিআইয়ের হারানোর কিছু নেই। কারণ তারা ইতোমধ্যেই রাষ্ট্রের আগ্রাসনের ধাক্কা বহন করছে। সরকারের পক্ষে সংযম দেখানো, সংলাপকে অগ্রাধিকার দেয়া এবং চরম পদক্ষেপ নেয়া এড়ানো এখন গুরুত্বপূর্ণ।’

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) দাবি করেছে, ইসলামাবাদের আশেপাশে চলমান বিক্ষোভের মধ্যে সোমবার রাতে রেঞ্জার্স ও পুলিশের হাতে তাদের এক সদস্য শহীদ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পিটিআই জানায়, ‘তার জানাজা নামাজ তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।’

পিটিআই আরো জানায়, নিহত আব্দুল কাদির খান অ্যাবোটাবাদের লোয়ার তানালোর সুবান গালি গ্রামের একজন নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

এক্সের পোস্টে একটি কাফনের মধ্যে কাদির খানের একটি ছবিও যুক্ত করা হয়েছে। যেখানে শোকার্তরা তার চারপাশে জড়ো হয়েছে।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের দাবির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement