২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তান উত্তাল, এগুচ্ছে ইমরান-সমর্থকেরা

বাধা ঠেলে এগিয়ে যাচ্ছে ইমরান-সমর্থকেরা - ছবি : সংগৃহীত

পাকিস্তানে কারারুদ্ধ বিরোধী দলের নেতা ইমরান খানকে মুক্ত করতে তার দল পিটিআইয়ের সমর্থকেরা লং মার্চ অব্যাহত রেখেছে। ইমরানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে ইমরান খানের সমর্থকেরা সোমবার রাজধানী ইসলামাবাদের টোল প্লাজা অতিক্রম করেছে বলে জানা গেছে। তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ডি চকে অবস্থান নিতে চায় বলে জানা গেছে। তবে সরকার তাদের রুখে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

ইমরান-সমর্থকদের বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্য নিহত এবং আরো কয়েকজন অফিসার আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ সদস্যের নিহত হওয়া নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তিনি ঠিক কিভাবে মারা গেছেন, তা স্পষ্ট নয়।

পিটিআই প্রথমে ২৪ নভেম্বর ডি চকে অবস্থান করার কথা ঘোষণা করেছিল। কিন্তু সরকারি বাহিনীর বাধার মুখে তারা সেখানে পৌঁছতে পারেনি। তারা জানিয়েছে, তাদের কোনো কোনো তাড়া নেই। তবে তারা সেখানে পৌঁছাবে। তারা জানিয়েছে যে গ্রেফতার ব্যাটন চার্জ, টিয়ার গ্যাস তাদের মনোবল দমাতে পারবে না।

উল্লেখ্য ডি চক হলো ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অনেক সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট অবস্থিত। কর্তৃপক্ষ শিপিং কন্টেইনার ইত্যাদি দিয়ে স্থানটিতে অবরোধ আরোপ করেছে। এছাড়া বিপুলসংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন খান। তার বিরুদ্ধে দেড় শ'র বেশি ফৌজদারি মামলা রয়েছে। তারপরেও তিনি ভীষণ জনপ্রিয়। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই বলেছে, মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীদের সংখ্যা ৯ থেকে ১১ হাজারের মধ্যে থাকবে বলে তাদের ধারণা, তবে পিটিআই বলছে, সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি হবে।

ইসলামাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে মাথা থেকে পা পর্যন্ত বোরখায় ঢেকে একটি ট্রাকে বসে বুশরা বিবি বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং নিজেদের লক্ষ্য অর্জন ও খানকে মুক্ত করতে বদ্ধপরিকর থাকতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। তারপর, 'আল্লাহ মহান' স্লোগান দিয়ে তিনি সেই স্থান ত্যাগ করেন।

ইমরান খানের প্রধান রাজনৈতিক বিরোধী শরিফ বর্তমানে সরকারের প্রধান। তার মুখপাত্র আতাউল্লাহ তারার রোববার বলেছেন, উচ্চ পর্যায়ের বিদেশী প্রতিনিধি যখনই পাকিস্তানে আসেন, পিটিআই 'লং মার্চের রাজনীতি করে এবং অর্থনীতিকে ক্ষতি করতে ইসলামাবাদে ঝাঁপিয়ে পড়ে।'

কয়েকজন অর্থনীতিবিদ বলছেন, এই বিক্ষোভ সে দেশের ভঙ্গুর অর্থনীতিতে কোটি কোটি রুপির ক্ষতি করতে পারে।

চলমান বিক্ষোভকে বানচাল করে দিতে পুলিশ শুক্রবার থেকে ৪ হাজারের বেশি খান-সমর্থককে গ্রেফতার করেছে এবং 'নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এমন এলাকাগুলিতে' মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এ সম্পর্ক পিটিআই বলেছে, ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় সামাজিক মাধ্যমে বিক্ষোভের আহ্বান ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র : ডন, বিবিসি, ভিওএ


আরো সংবাদ



premium cement