মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৩
মহায্যুতি নাকি মহা বিকাশ আঘাড়ি- কোন ‘মহা’জোট মহারাষ্ট্রে বাজিমাত করবে? সেই উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই। এখন ভোটগণনা চলছে মহারাষ্ট্রে। ভারতের এ রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। আর ম্যাজিক ফিগার হলো ১৪৫।
এখানে রক্তাক্ত হয়েছে কংগ্রেস জোট! একনাথ শিন্ডের শিবসেনা একা যতগুলো আসনে এগিয়ে আছে, সেই সংখ্যাটা ছুঁতে পারল না কংগ্রেস জোট। যে জোটে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি আছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩৪টি আসনে জিতেছে। ৯৮টি আসনে এগিয়েছে। মোট আসন সংখ্যা ১৩২। শিন্ডে গোষ্ঠী জিতে গেছে ১৮টি আসনে। এগিয়ে ৩৭টি আসনে। ঝুলিতে আছে মোট ৫৫টি আসন। অজিত পাওয়ারের এনসিপির ঝুলিতে আছে ৪১টি আসন। ১৯টি আসন জিতে গেছে। ২২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ মহাযুতির মোট আসনের সংখ্যা হলো ২২৮। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে আছে মাত্র ৪৭টি আসন। উদ্ধবের শিবসেনা ২১টি আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। কংগ্রেস ও শরদের ঝুলিতে যথাক্রমে ১৬ ও ১০টি আসন আছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস