২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাওয়ালপিন্ডিতের বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বুশরা বিবি - সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালত।

ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা অন্তত আটটি শুনানির জন্য মামলার কার্যক্রম থেকে অব্যাহত অনুপস্থিতির দায়ে সাবেক ফার্স্ট লেডিকে গ্রেফতারের আদেশ জারি করেন। বিচারক বুশরাকে গ্রেফতার করে ২৬ নভেম্বর আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।

বুশরার জামিনের জামিনদারকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে আদালত।

শুনানির সময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজির করা হয়েছিল। তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী।

নতুন তোশাখানা মামলায় প্রায় নয় মাস কারাগারে থাকার পর গত মাসে আদিয়ালা কারাগার থেকে জামিনে মুক্তি পান বুশরা।

এদিকে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরব ‘কলকাঠি নেড়েছে’ বলে অভিযোগ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তবে তার দাবিকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, তাকে ঘিরে যে অভিযোগ বুশরা বিবি করেছেন তা ‘শতভাগ মিথ্যা’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও বার্তায় বুশরা বিবি তার কারাবন্দী স্বামী ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানান। তিনি পিটিআই সমর্থকদের ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান।

সেই বার্তাতেই ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ২০২২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন করার ক্ষেত্রে দেশটির অগ্রণী ভূমিকা ছিল।

সাবেক এ ফার্স্ট লেডি বলেন, ‘যখন ইমরান খান মদিনায় যান তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি কর্তৃপক্ষ ফোন করে। সৌদি কর্মকর্তারা সেনাপ্রধানকে বলেন, ইমরান খানের কার্যক্রম নিয়ে আমরা অসন্তুষ্ট। আপনি কাকে নিয়ে এসেছেন। এমন ধরনের লোক আমরা পছন্দ করি না।’

‘এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলতে থাকে,’ বলেন বুশরা বিবি।

একই ভিডিও বার্তায় বুশরা বিবি বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান একটি বার্তা পাঠিয়েছেন। ২৪ নভেম্বরের বিক্ষোভে সবাইকে যোগ দিতে হবে। তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না। পিটিআই প্রতিষ্ঠাতা ঘোষণা না দিলে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা যাবে না। সবাই প্রস্তুত হন।’

এদিকে, তার এ বক্তব্য তার ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছে দল পিটিআই। দলের পক্ষে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জিও নিউজকে বলেন, ‘বুশরা বিবি পিটিআই’র কোনো সাংগঠনিক পদে নেই এবং দলীয় কাঠামোতে তার কোনো দায়িত্ব নেই।’

‘কেবল পার্টি চেয়ারম্যান বা মহাসচিবই পিটিআই’র অফিসিয়াল অবস্থান প্রকাশ করতে পারেন,’ বলেন সাইফ।

তিনি আরো বলেন, ‘তার (বুশরা বিবি) বিবৃতি দলের পক্ষ থেকে জারি করা হয়নি, এবং পিটিআই’র নীতির সাথে তার ব্যক্তিগত মতামতকে যুক্ত করা ভিত্তিহীন।’

অপরদিকে, বুশরা বিবির বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া। তিনি এটিকে শতভাগ মিথ্যা হিসেবে উল্লেখ করেন।

এক্সপ্রেস নিউজের সাথে একান্ত আলাপকালে বুশরা বিবির অভিযোগ প্রত্যাখ্যান করে জেনারেল (অব.) জাভেদ বাজওয়া জোর দিয়ে বলেন, ‘কোনো দেশই এমন দাবি করবে না, বিশেষ করে যার সাথে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

তিনি ব্যাখ্যা করেন যে বুশরা বিবির সৌদি আরব সফরের সময় তিনি অনেক উপহার পেয়েছিলেন এবং তাকে অত্যন্ত সম্মানের সাথে স্বাগত জানানো হয়েছিল।

কিভাবে একটি দেশ এমনভাবে কথা বলতে পারে, বিশেষ করে যার সাথে আমাদের এত শক্তিশালী বন্ধুত্ব রয়েছে- প্রশ্ন রাখেন জেনারেল বাজওয়া।

তিনি বলেন, ‘বুশরা বিবির সফরের সময়, খানা-ই-কাবা এবং রওজা-ই-রাসূলের দরজা তার জন্য খুলে দেয়া হয়েছিল এবং তাকে উদারভাবে উপহার দেয়া হয়েছিল।’

সূত্র : দি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ


আরো সংবাদ



premium cement