‘মুহম্মদ স:-কে শ্রদ্ধা জানাতে কোনো ধর্ম বাধা হতে পারে না’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
সম্প্রতি মাথায় হিজাব পরে মাওলানার সাথে দেখা করার ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েন ভারতের অভিনেত্রী স্বরা ভাস্কর। এর পর আজ স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে জবাবে দেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চায়, নবী মুহম্মদকে শ্রদ্ধা জানানোর জন্য আপনি কোন ধর্ম বা জাতের সেটা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না।’
কী ঘটেছে?
স্বরা ভাস্কর বরাবরই বিজেপিবিরোধী। মাঝে মধ্যেই তাকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা যায়। এদিন ফাহাদ আহমেদের হয়ে প্রচারে বেরিয়ে আবারো তিনি সুর চড়ালেন মোদির সরকার এবং দলের বিরুদ্ধে। একই সাথে সম্প্রতি হিজাব পরে মাওলানার সাথে দেখা করা নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে সেটারও জবাব দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্যাক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সাথে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা।
সূত্র : সংবাদ প্রতিদিন